ঢাকা, ২০ মে, ২০২৫ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলটের দ্রুত সিদ্ধান্তে বিমানটি জরুরি অবতরণ করে, এবং বোর্ডে থাকা ২৯০ জন যাত্রী সবাই নিরাপদে আছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হওয়া ফ্লাইট TK713 সকাল ৭টায় উড্ডয়ন করে। উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন। তিনি বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন এবং প্রায় দেড়ঘণ্টা আকাশে চক্কর দিয়ে জ্বালানি কমানোর পর সকাল ৮টা ১৫ মিনিটে নিরাপদে জরুরি অবতরণ করেন।
এয়ারপোর্ট সূত্র জানায়, যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে পাঠানো হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের বিকল্প ভ্রমণের ব্যবস্থা করছে।
উল্লেখ্য, গত ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় ৭১ জন যাত্রী, যার মধ্যে শিশুও ছিল, নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
এ.আই/এম.আর