ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গত শনিবার (১২ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী গণসমাবেশ, যার নাম দেওয়া হয়েছে ‘মার্চ ফর গাজা’। এই কর্মসূচি আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় আয়োজিত এই সমাবেশে হাজারো মানুষ অংশ নেন।
সমাবেশের মূল আকর্ষণ ছিল বিশেষ মোনাজাত, যা বিকেল সোয়া ৪টার দিকে অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশগ্রহণকারীদের চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল ফিলিস্তিনের প্রতি গভীর ভালোবাসা। মোনাজাতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু ও নারীদের মৃত্যু এবং গাজার ধ্বংসস্তূপে পরিণত হওয়া করুণ বাস্তবতার কথা তুলে ধরা হয়।
মোনাজাতে বলা হয়, “ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে, তা মানবতার ওপর চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান।”
একজন অংশগ্রহণকারী, মো. শাহজাহান, যিনি একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষক, বলেন, “টেলিভিশনে শিশুর লাশ দেখে ঘুম আসে না। আজ মোনাজাতে শুধু একটাই কথা বলেছি যে, হে আল্লাহ, ফিলিস্তিনকে রক্ষা করো।”
মোনাজাতে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার, আহতদের সুস্থতা এবং শিশু ও নিরীহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য দোয়া করা হয়। একইসঙ্গে বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হওয়া এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে প্রার্থনা করা হয়।
এই গণসমাবেশে জনতার অংশগ্রহণ ছিল ফিলিস্তিন ও আল আকসার প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ। ঢাকার বুকে যেন একখণ্ড ফিলিস্তিন নেমে এসেছিল।
এ আই/এম.আর