ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা প্রধান মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, মুখে কালো মাস্ক পরা একজন ব্যক্তি ঠান্ডা মাথায় মোটিফটিতে আগুন দেন। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন জানিয়েছেন, আগুন লাগানোর সময় ওই ব্যক্তির পরনে ছিল জিন্স এবং মুখে কালো মাস্ক। আনুমানিক ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এই ঘটনা ঘটে। আগুনে প্রতিকৃতিটি সম্পূর্ণ পুড়ে গেছে, যার মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি এবং পায়রার অবয়বও ছিল।
এবারের শোভাযাত্রার জন্য বাঁশ-বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল দৈত্যাকৃতির ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’, যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। প্রতিকৃতিতে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বের দুপাশে শিংয়ের মতো অবয়ব ছিল। এটি নির্মাণে শিল্পীরা দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং এটি ছিল এবারের শোভাযাত্রার প্রধান আকর্ষণ।
চারুকলার এক শিক্ষার্থী এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে এবং প্রশাসনের লোকজনও এর পেছনে জড়িত থাকতে পারে। কারণ রাতে সেখানে পুলিশের উপস্থিতি ছিল।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল জানিয়েছেন, ঘটনাটি উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে শোভাযাত্রা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
এ আই/এম.আর