রাজধানীর কমলাপুরে পারিবারিক শত্রুতার জেরে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মাসুদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শরীয়তপুর জেলার পালং থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ জানান, দুই বছর আগে পারিবারিক ঝগড়ার সূত্রপাত হলেও পরে আর কোনো বিবাদ হয়নি। ঘটনার দিন ভুক্তভোগী তার খালা শাশুড়ির বাসা থেকে ফেরার পথে মাসুদ ওৎ পেতে থেকে তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মাসুদ আত্মগোপনে চলে যান। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ আই/এম. আর