বাংলাদেশি কর্মীদের জন্য স্লোভাকিয়ায় নতুন সম্ভাবনা: কূটনৈতিক ফোরামের আলোচনায় উঠে আসা বিষয়গুলোতুরস্কের আন্তালিয়া কূটনৈতিক ফোরামে স্লোভাকিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি।
বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে স্লোভাকিয়াকে আহ্বান জানানো হয়েছে বিভিন্ন খাতে প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে। মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্র উন্মুক্ত করার পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজতর করার প্রস্তাব উত্থাপন করা হয়। তুরস্কে আয়োজিত আন্তালিয়া কূটনৈতিক ফোরামের ফাঁকে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
১১ এপ্রিল অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার অংশগ্রহণ করেন। বৈঠকে উভয় পক্ষ অভিন্ন নীতি ও মূল্যবোধের ওপর ভিত্তি করে সম্পর্ক আরও জোরদার করার গুরুত্বারোপ করেন। বাংলাদেশের পক্ষ থেকে স্লোভাকিয়াকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় দেশ হিসেবে পরিচিত করার প্রচেষ্টা চালানো হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করার আহ্বান জানান এবং স্লোভাক প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন। স্লোভাকিয়াকে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ মডেল অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশি কর্মীদের জন্য স্লোভাকিয়ার নতুন সুযোগগুলো কীভাবে বাস্তবায়িত হবে, তা আগামী দিনগুলোতে স্পষ্ট হবে।
এ আই/এম.আর