ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫ – নির্বাচন কমিশন (ইসি) বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৭ মার্চ ২০২৫ তারিখে আদালত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন। এই রায়ে নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের গেজেট বাতিল করা হয় এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়।
ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিলের দাবিতে মামলা দায়ের করেছিলেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, “অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিলের জন্য মামলা করেছিলাম। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে এবং শেখ ফজলে নূর তাপস দক্ষিণে মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে এবং তারা শপথ গ্রহণের পর দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।
এ.আই/এম.আর