নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপসহ নানা বিষয়ে আলোচনা করতে আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির নেতারা জানিয়েছেন, এই বৈঠকে আশ্বস্ত হলে দলটি ভোটের লড়াইয়ের কৌশল নির্ধারণ করবে। অন্যথায়, সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে কর্মসূচি গ্রহণের পথে যেতে পারে। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় বৈঠকের আলোচ্যসূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়ে সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিএনপি এই সময়সীমা নিয়ে পুরোপুরি আশ্বস্ত নয়। তাই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্যই মূলত এই বৈঠক।
এ আই/এম.আর
#