ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫
লিবিয়ার বেনগাজী থেকে ১৭৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে। দূতাবাস বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে।
ফিরে আসা অভিবাসীদের মধ্যে ২৫ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ১৫২ জন লিবিয়ার পূর্বাঞ্চল ও বেনগাজীতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ছিলেন এবং স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এদের মধ্যে ১৬ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
অভিবাসীরা বুরাক এয়ারের (ফ্লাইট ইউজেড২২২) মাধ্যমে বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের সঙ্গে সাক্ষাৎ করে বিদায় জানান। এ সময় দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) ও মিনিস্টার (শ্রম) উপস্থিত ছিলেন।
এ.আই/এম.আর