ইরানের ক্ষেপণাস্ত্র সামরিক স্থাপনায় আঘাত হেনেছে, স্বীকার করল ইসরায়েল
ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি স্বীকার করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (৮ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্স বার্তাসংস্থাকে এই কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ‘খুব কমই’ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে, সেগুলো এখনো সক্রিয় রয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত তথ্য বা কোন কোন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তা উল্লেখ করেননি। গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবির বরাতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পাঁচটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানে প্রথম হামলা চালায়, যার পর দুই পক্ষের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধ শুরু হয়। এতদিন ইসরায়েল দাবি করে আসছিল যে, ইরান শুধু বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং শুধু বেসামরিক হতাহতের তথ্য প্রকাশ করেছে। ইরানের হামলায় কত সেনা নিহত বা আহত হয়েছে বা সামরিক অবকাঠামোর কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তারা প্রকাশ করেনি।