কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় নাটক *ব্যাচেলর পয়েন্ট সিজন ৫* আজ, ১১ জুলাই ২০২৫ থেকে ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এই নাটক প্রচারিত হবে। পরিচালক কাজল আরেফিন অমি বলেন, “এই সিরিজটি ওটিটি স্ট্যান্ডার্ডে নির্মিত হলেও অনেক দর্শক ইউটিউবে দেখতে চান। তাদের কথা মাথায় রেখে আমরা ইউটিউবে দেখার সুযোগ করে দিচ্ছি। শুধু প্রমোশনাল কনটেন্ট দিয়েই বুম ফিল্মস ছয় লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এটি থেকে বোঝা যায়, *ব্যাচেলর পয়েন্ট সিজন ৫* ইউটিউবে দেখার জন্য দর্শকরা কতটা উৎসুক। তাদের প্রতি আমার ভালোবাসা।” ইউটিউব ছাড়াও, ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি সম্প্রচারিত হবে। এছাড়া ভোর ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচার হবে। প্রতিবারের মতো এই সিজনেও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা ও মনিরা মিঠু।