গোপালগঞ্জ, ১৬ জুলাই ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলার জেরে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।